ইভিএম নিউজ ব্যুরো, ২২ এপ্রিলঃ কলকাতায় শুরু হয়েছে জব ফেয়ার বা চাকরি মেলা, BENGAL RIDING 2.0। ২১ শে এপ্রিল উদ্বোধন হয় এই জব ফেয়ারের। ২৩ শে এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। সল্টলেক মেলা প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে BENGAL RISING 2.0 । বিশ্ববাংলা কাউন্সিল (Biswa Bangla Council) এই জব ফেয়ারের আয়োজন করেছে। তাদের সর্বতো ভাবে সহায়তা করছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট (George Telegraph Training Institute)
বেঙ্গল বিজনেস কাউন্সিল (Bengal Business Council) এর সহ সভাপতি (Vice President) সুব্রত দত্ত যিনি দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরও বটে, এবং একই সঙ্গে তিনি আইএফএর প্রধান এবং এআইএফএফের ও প্রাক্তন সহ-সভাপতি। তিন দিনব্যাপী এই চাকরি মেলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সল্টলেক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই Thematic Expo বাংলার নবজাগরণের অন্যতম প্রধান আকর্ষণ।(EVM News)
