ইভিএম নিউজ ব্যুরোঃ চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী রাজা চারি। টানা ১৭৭ দিন মহাকাশে অতিবাহিত করেছিলেন একটা সময়ে। জানা যায় ,আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ‘মুন মিশন টিম ‘এর জন্য মনোনীত করেছেন। ইউএস এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগের পরই তিনি অংশ নিতে পারবেন চন্দ্র অভিযানে। ইন্টারন্যাশ্যানাল স্পেস স্টেশনে অন্যান্য নভশ্চর ও বিজ্ঞানীদের সাথে একসঙ্গে কাটিয়েছেন বহুদিন।
জন্ম হায়দ্রাবাদে। বাবা পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। ছোটবেলায় কলম্বাস একাডেমীতে পড়াশুনা শেষ করে যোগ দেন ইউএস এয়ারফোর্সে। এরপর ম্যাসাচুসেটসে ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। F35 ইনট্রিগেটেড টেস্ট ফোর্সে ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি । NASA-য় যোগ দেওয়ার আগে তিনি এয়ার ফোর্সে টেস্ট পাইলট হিসেবে কাজ করেছেন অনেকদিন ।
উল্লেখ্য, কিছুদিন আগেই মার্কিন গবেষণা সংস্থা নাসার (NASA )-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। জানা গিয়েছে , ‘মুন মিশন’- নিয়ে আমেরিকার পাশাপাশি চিনও অত্যন্ত দুরদর্শী ভূমিকা পালন করছে।