রত্না দাসঃ  চন্দ্রযান ৩ -এর চাঁদের মাটি ছুতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা। ২৩ শে আগস্ট সন্ধ্যা ৬:৪ মিনিটে প্রজ্ঞান চাঁদের মাটিতে নামবে। এই আশায় বুক বাঁধছেন ভারতবাসী তথা সমগ্র বিশ্ব। তবে কেন ২৩সে আগস্ট ,অন্য দিন নয় কেন। চন্দ্রযান ৩এর লেন্ডারটি চাঁদের মাটি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মানুষের মনে যে ২৩ শে আগস্ট দিনটি কেন বাছা হল। আসুন আসল কারণ বিস্তারিত জেনে নেই।

আসলে চাঁদ নিজের কক্ষপথে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে সময় লাগে, পৃথিবীর 14 দিন। পৃথিবীর চৌদ্দ দিন মানে চাঁদের একদিন। চাঁদে 23 শে আগস্ট থেকে শুরু হচ্ছে দিন মানে চাঁদে সূর্য উদয়। ইসরোর বক্তব্য সূর্যের আলো পেলে soft ল্যান্ডিং যেমন সুরক্ষিত হবে তেমনি রিসার্চ এর কাজও সূর্যের আলোতে সবথেকে ভালো হবে। সেই সময় চাঁদে দিন হওয়াতে রোভার প্রজ্ঞানকে কে চাঁদের মাটিতে পরিষ্কার দেখা যাবে। এমনকি চাঁদের পরিষ্কার ছবি ও ইসরো কে পাঠাতে পারবে সে এজন্যই ইসরো ল্যান্ডিংয়ের সময় হিসেবে ২৩ শে আগস্ট বিকেল ছটা চার মিনিট সময়কে বেছে নিয়েছে।

এছাড়া আছে আরও একটি বড় কারণ। লেন্ডারে লাগানো সোলার প্যানেল সমস্ত ব্যাটারিকে চার্জ করতে পারবে। ফলে আগামী ১৫ দিনের জন্য চাঁদে সম্পূর্ণ সূর্যের আলো পেয়ে প্রজ্ঞান ভালোভাবে কাজ করতে পারবে। সূর্যের আলো না পেলে অন্ধকারে লেন্ডার বিক্রমকে ল্যান্ড করানটা অসুবিধে হয়ে পড়তো ।চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা -৩০০ ডিগ্রি, ফলে ল্যানডার বিক্রাম ও প্রজ্ঞানের ওই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা সে অর্থে নেই। ইসরো যেভাবে প্রজ্ঞানকে বানিয়েছে তাতে সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আছে। ফলে পরবর্তী 15 দিন প্রজ্ঞান খুব ভালোভাবে কাজ করতে পারবে এমনটাই বিজ্ঞানীদের আশা, প্রজ্ঞান জল জীবনের সন্ধান করবে,ভূমিকম্প মাপবে, প্লাসমা নিয়ে পরীক্ষা করবে সেখানকার তাপমাত্রা আবহাওয়া সমস্ত বিষয় তথ্য পাঠাবে। লুনার এনভায়রনমেন্ট কে স্টাডি করবে, এছাড়া আরও অনেক কাজ করবে এবং সমস্ত ছবি পৃথিবীতে পাঠাবে। ১৪ দিন পর যখন অন্ধকার নেমে আসবে তখন তাপমাত্রা -৩০০ডিগ্রী হবে। ফলে ওই অবস্থায় প্রজ্ঞান কতটা নিজেকে রক্ষা করতে পারবে সেই নিয়ে বিজ্ঞানীদের আশা অনেক কম ।ফলে ১৪ দিন পর মিশন দ্য এন্ড হয়ে যাবে এমনটাই ধারণা ইসরো র বিজ্ঞানীদের ।কারণ ওখানে অমাবস্যার মত অন্ধকার নেমে আসবে।

ইতিমধ্যেই আরো একটি ভালো খবর চন্দ্রযান ৩ আমাদের দিয়েছে। সেটি হলো চাঁদের কক্ষপথে চন্দ্রজান টু এর সঙ্গে দেখা হয়েছে তার। জানা যাচ্ছে চন্দ্রযান 2 চাঁদের কক্ষপথ ক্রমাগত পরিক্রমা করে চলেছে। ২৩ শে আগস্ট বিকেল ৪ঃ৪৫ এ চাঁদে সফটলান্ডিং করার প্রক্রিয়া শুরু করবে, লেন্ডার বিক্রম এবং ছটা চার মিনিটে সে সম্পূর্ণভাবে সন্তর্পনে ল্যান্ড করবে। ইসরোর বিজ্ঞানীদের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ যে ধীরে ধীরে লেন্ডার বিক্রমকে চাঁদের মাটিতে নামানো। কারণ এর আগে চন্দ্রযান টু মিশনে দ্রুত ল্যান্ডিংয়ের জন্য লেন্ডার বিক্রম ধ্বংস হয়ে গিয়েছিল।

ইসরো চেয়ারম্যান এস সোমনাথ দাবী করেছেন বিগত চন্দ্রজান টু এর অসাফল্য থেকে শিক্ষা নিয়ে সুক্ষ ত্রুটি গুলোকে ত্রুটিমুক্ত করা হয়েছে চন্দ্রযান৩ কে। ফলে সফট ল্যান্ডিং করতে পারবে লেন্ডার বিক্রম এবং সেখান থেকে রোভার প্রজ্ঞান সফলতার সাথে চাঁদের মাটিতে পা দেবে। জানা যাচ্ছে প্রজ্ঞান ৫০০ মিটার পর্যন্ত তার পরীক্ষা-নিরীক্ষা চালাবে 14 দিন ধরে।

ইসরো চেয়ারম্যান আশাবাদী যে ১৪ দিন পর যেভাবে দক্ষিণ মেরুতে অন্ধকার নেমে আসবে এবং তাপমাত্রা কমতে থাকবে সেই সময় প্রজ্ঞান কাজ করা বন্ধ করে দিলেও পুনরায় যখন সূর্য উদয় হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন রোভার প্রজ্ঞান কে পুনরায় সচল করার প্রয়াস করা হবে পৃথিবী থেকে। আর তা না হলে চন্দ্রযান ৩ মিশন কে সেখানেই সমাপ্ত বলে ঘোষণা করা হবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর