স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করে তথ্য গোপন করার অভিযোগে ইডি গ্রেফতার করল কুন্তলকে। শুক্রবার নিউটাউনে কুন্তলের জোড়া বিলাসবহুল ফ্ল্যাটে প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালায় ইডি। ইডির দাবি অনুযায়ী সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু নথি উদ্ধার করেছে তারা। সেখানে এক প্রস্থ জিজ্ঞাসাবাদে কুন্তল কোন বিষয়ে সদুত্তর দেননি। উল্টে কুন্তল একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান বলে অভিযোগ।কুন্তলকে জিজ্ঞাসাবাদের সময় কুন্তল বার বার তাপস মন্ডল ও জনৈক গোপাল দলপতির নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ শান্তনু মন্ডল তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন।
অন্যদিকে মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মন্ডলের অভিযোগ কুন্তল সাড়ে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা বিভিন্ন খাতে চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন। আর সেই টাকা ছিল মোট তিনটি খাতে। আপার প্রাইমারিতে ইন্টারভিউয়ে পাস করিয়ে চাকরি পাইয়ে দেওয়া ,সংগঠিত শিক্ষকদের ইন্টারভিউ এবং চাকরি পাইয়ে দেওয়া ,সেই সঙ্গে টেট পাস করিয়ে চাকরি নিশ্চিত করিয়ে দেওয়া এই তিনটি খাতে বিপুল পরিমান টাকা তোলার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে তাপস মন্ডলের। আর এই টাকা ওই চাকরি প্রার্থীদের ফেরত দিয়ে দেওয়ার জন্য বার বার চাপ দিতে থাকেন তাপস মন্ডল। কুন্তল সেই টাকা ফেরত দিচ্ছিলেন না বলে তদন্তকারী সংস্থাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন তাপস মন্ডল। আর এই সংক্রান্ত বিষয়ে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হলে কুন্তল প্রশ্নের উত্তর এড়িয়ে তাপস মন্ডলের দিকেই অভিযোগের তির ছোড়েন। কুন্তলের পাল্টা অভিযোগ ,তাপস মন্ডল ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার ফলেই তাঁকে এমন বিপাকে পড়তে হল । উল্লেখ্য এর আগে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে সিবিআই তিন দফায় জিজ্ঞাসাবাদ করেছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর