আইএস জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হল আব্দুল রাকিব কুরেশিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ ও পেনড্রাইভ সহ আরও বহু নথি। পেন ড্রাইভ খুলতেই কলকাতা পুলিশের এসটিএফরা উদ্ধার করেন বেশকিছু তথ্য। পেনড্রাইভে সেভ করা ছিল রাজ্য তথা দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা -মন্ত্রীদের ছবি।সমস্ত রকমের নজরদারি রেখেছিল ওই কুরেশি।এমনটাই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। ফলে প্রজাতন্ত্র দিবসের আগে উদ্বেগ বাড়ছে তদন্তকারীদের। তদন্তকারীদের জেরায় আর কোন কোন মাথা আছে এই ব্যাপারে জিজ্ঞসাবাদ করা হচ্ছে ওই জঙ্গিদের। গত মাসের শুরুতেই দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবককে আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের নাম সাদ্দাম ও সাইদ। ওই দুই ধৃতকে জেরা করেই জানা যায় কুরেশির নাম। তারপরই মধ্যপ্রদেশ থেকে কুরেশিকে গ্রেফতার করে পুলিশ।ল্যাপটপের একটি স্পেশাল ফাইলে সংগৃহীত ছিল ওই শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীদের ছবি। ফলে তাঁদের কনভয়ে হামলার পরিকল্পনা করছিল ওই আইএসের জঙ্গিরা। এমনই আশংকা করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর ,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেতামন্ত্রীদের নিরাপত্তাকারীদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর পরিকল্পনা করছিল ওই জঙ্গিরা। ইতিমধ্যেই তাদের ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর