পশ্চিমবঙ্গ জুড়ে এসএসসি গ্রুপ ডি এর চাকরি নিয়ে যখন জল্পনা তৈরি হচ্ছে ঠিক এরই মধ্যে শোনা গেল শিলিগুড়ি এলাকার গ্রুপ ডি পদের চাকরি হারা যুবকের রহস্য মৃত্যু। চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে কোচবিহার জেলার হলদিবাড়ি দারীপন্থী একটি উচ্চ প্রাথমিক স্কুলে গ্রুপ ডি পদের কর্মরত ছিলেন দিলীপ বাবুর। ২০১৯ সালে গ্রুপ ডি পদে বাতিল কর্মরত প্রার্থীদের মধ্যে নাম ছিল এই ব্যক্তির। শিলিগুড়ির গেটবাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন জলপাইগুড়ির দমহনি এলাকার বাসিন্দা দিলীপ বিশ্বাস।
ওই ব্যক্তির পরিবারের সূত্রে খবর চাকরি যাওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি তবে তার মৃত্যু কি কারনে হল সেটা নিয়ে পরিবারের সদস্যদের কাছে অজানা। তার দাদা সঞ্জীব বিশ্বাস জানিয়েছেন, স্কুলের চাকরির পাশাপাশি বেসরকারি সংস্থাতেও কাজ করতেন। গতকাল রাতে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের ফোনে জানানো হয় দিলীপ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে
প্রসঙ্গত কয়েক মাস আগেই এসএসসি দুর্নীতি মামলায় ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদি ওই ব্যক্তির গ্রুপ ডি পদে কিভাবে চাকরি পেয়েছিল সেই সম্বন্ধে নির্দিষ্টভাবে অজানা পরিবারের। তবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ২০১৬ সালের রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টের ভিত্তিতে গ্রুপ ডি পদে কর্মীদের নিয়োগ করা হয়েছিল ও এম আর সিট বিকৃত করার অভিযোগে পরিপ্রেক্ষিতে বাংলায় স্কুল সার্ভিস কমিশনারের এসএসসি গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিল করা হয় সেইসব শূন্য পদের অবিলম্বে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট গত ২ মার্চ থেকে নির্দিষ্ট পদে নতুন প্রার্থীদের কাউন্সিলিং শুরু হয়ে যায়। মূলত ওয়েটিং লিস্ট এবং অপেক্ষমান তালিকা থেকেই নিয়োগ করার কথা বলা হয়েছে। তদন্তকারী অফিসাররা ঘটনাটি গোটা খতিয়ে দেখছেন