রাহুল কর্মকার, বাঁকুড়াঃ গ্রামের বেহাল রাস্তার সমস্যা বহুদিনের ।প্রশাসনিক স্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। রাস্তা থাকা না থাকা সমান। এমনই অভিযোগে ওই এলাকার মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে এবং পোস্টার দিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ ও দেখালো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দ্রপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতে।
রামচন্দ্রপুর থেকে ডাঙ্গারামপুর পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন। নিত্যদিন এই পথে দুর্ঘটনা লেগেই থাকে আর এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া সকলকে বাস ধরতে হয়। বর্ষার সময় এই রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট থেকে বড সকলকেই চলাফেরা করতে হয়। বিস্তীর্ণ এই এলাকার রাস্তা মেরামতির জন্য এখানকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তর থেকে পঞ্চায়েত সব জায়গায় জানিও সুরাহা মেলেনি।
সামনে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য সরকার বারবার উন্নয়নের কথা বলছে ।কিন্তু এইসব রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে কতটা উন্নয়ন হয়েছে রাজ্যে।