রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: গুজরাট মেট্রো প্রজেক্টের বরাত পেল বাংলা।
ভিন রাজ্যের সরকারি প্রকল্পের মোটা টাকার বরাত পেয়েছে বাংলার একটি সংস্থা। বাংলায় টিটাগড় রেল ফ্যাক্টরিতে রেলওয়ের বিভিন্ন ধরনের কোচ ও রেক তৈরি করা হয়। দেশ জোড়া সুখ্যাতি রয়েছে টিটাগড় ফ্যাক্টরির। আর এবার দেখা গেল, গুজরাটের মেট্রো প্রকল্পের জন্য দায়িত্ব পেয়েছে বাংলার সংস্থা টিটাগড় রেল সিস্টেম (Titagarh Rail System)
রেলের শেয়ারে মাত্র ৬ মাসে টাকা ডবল!
মেট্রোরেল নির্মাণ করা, তার নকশা তৈরি করার সঙ্গে সেগুলি পরীক্ষা করারও সম্পূর্ণ দায়িত্ব থাকবে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির হাতে। গুজরাট রেল কর্পোরেশনের এই মেট্রো প্রকল্পের জন্য টিটাগড় রেল সিস্টেম সংস্থাকে ৩৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। আহমেদাবাদ মেট্রো রেল প্রজেক্টের জন্যই এই অর্ডার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগেও অবশ্য টিটাগড় ওয়াগন (Titagarh Wagon) আহমেদাবাদের প্রথম মেট্রো প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকার বরাত পেয়েছিল। সুরাট মেট্রো প্রকল্পের ২৪টি মেট্রোরেল তৈরি হয় সেখানে। টিটাগড় রেল সিস্টেম দেশের আরও অন্যান্য বহু জায়গার মেট্রো প্রকল্পের কাজ করেছে।
গুজরাট মেট্রো প্রকল্পের যে অর্ডার দেওয়া হয়েছে, তাতে মোট ১০টি ট্রেনের রেক তৈরি হওয়ার কথা রয়েছে।
গুজরাটের আমেদাবাদের দ্বিতীয় এই মেট্রো রেলওয়ে প্রজেক্টের মোট খরচ হচ্ছে ১৩,৫০০ কোটি টাকা। সেখানে বর্তমানে মেট্রোর যে লাইন রয়েছে, আরও ২৮.২ কিলোমিটার লাইন তার সঙ্গে এই প্রকল্পের অধীনে যুক্ত করা হবে। এই প্রসঙ্গে টিটাগড় রেল সিস্টেমের ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরী বলেন, ওই মেট্রোর রেক ৭০ সপ্তাহের মধ্যেই তৈরি করতে হবে। হুগলির উত্তর পাড়ায় টিটাগড় ওয়াগন সংস্থার যে প্লান্ট রয়েছে, সেখানেই ওই রেক তৈরি হবে। ৯৪ সপ্তাহের মধ্যে আহমেদাবাদে পৌঁছানোর কথা রয়েছে। ইভিএম নিউজ