ইভিএম নিউজ ব্যুরো, ১৮ জুলাইঃ (EVM News) গিনিস বুক রেকর্ড মানেই নানারকম নজির। আর তেমনই আরেকটি নজির উঠে এলো সংবাদমাধ্যমের শিরোনামে। সম্প্রতি আমেরিকার এক মহিলা তাঁর স্তনদুগ্ধ দান করে অবাক করলেন গোটা বিশ্বকে। দুগ্ধ দান করেই বিশ্বসেরা শিরোপা জিতে নিলেন ওই মহিলা। সম্প্রতি সেই কারণেই গিনিস বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সেরার শিরোপা।

জানা গিয়েছে, ওই মহিলার নাম এলিজাবেথ অ্যান্ডারসন সিয়েরো। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এক সময় তার দুধ খেয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিল সময়ের আগে জন্মানো শিশুও। উল্লেখ্য, ২০১৫ থেকে ১৮ পর্যন্ত রেকর্ড পরিমাণ দুধ দান করেছেন মিল্ক ব্যাংকে।

তবে জানেন কি এখনও পর্যন্ত কত লিটার দুধ দান করেছেন তিনি? অংকটা জানলে রীতিমতো চমকে যাবেন আপনারা। গিনিস বুকের তরফে জানানো হয়েছে, ১৫৯৯.৬৮ লিটার দুধ অন্য শিশুদের খাওয়াতে দান করেছেন এলিজাবেথ।

বর্তমানে সেই পরিমাণ দুগ্ধ ঝাপিয়ে গিয়েছে ১০ হাজার লিটার। এবং গিনিস বুকের তরফে এলিজাবেথকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আর সেই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরালও হয়েছে ।

তবে এত পরিমান দুধ দান করার আসল কারণ কি? এই প্রসঙ্গে এলিজাবেথ এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সন্তান জন্মের পর মায়ের বুকের দুধ পরিমাণ মতো না এলে শিশুদের বেড়ে উঠতে সমস্যা হয়। এরপরই ফ্রিজে রাখা দুধের বোতলগুলি দেখান সমাজ মাধ্যমকে। কয়েক মিনিটের মধ্যেই তার শরীর দুধ উৎপাদন করতে শুরু করে বলেই জানান তিনি। তার দুধ স্থানীয় শিশুদের জন্য দান করেন এলিজাবেথ। পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিশুদের কাছেও পৌঁছে যায় সেই দুধ। তার কথায়, প্রচুর পরিমাণে প্রোল্যাকটিক হরমোন উৎপাদন করতে পারে তার শরীর। তাই দুধ উৎপাদনের পরিমাণ এতটা বেশি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর