ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ কোচবিহার জেলার আদালতের মালখানায় গাঁজার প্যাকেট থেকে উদ্ধার করা হল তাজা হ্যান্ড গ্রেনেড । গাঁজার প্যাকেটে গ্রেনেড দেখে রীতিমতো চমকে ওঠেন পুলিশকর্মীরা। রবিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা আদালত চত্বরে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে গাঁজার প্যাকেট উদ্ধার করেছিল পুলিশ। সম্প্রতি একটি গাঁজার প্যাকেট নষ্ট করার সময় আস্ত গ্রেনেডের হদিশ পায় পুলিশ। পুলিশ হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করতে না জানায় খবর দেওয়া হয় জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ক্যাম্পকে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি তৈরি হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে । পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডের জওয়ানরা পৌঁছান কোচবিহার আদালতে। পাশে সাগরদিঘির পাড়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে ডিসপোজাল স্কোয়াড ।প্রশ্ন উঠেছে কিভাবে গাঁজার প্যাকেটে এল এই হ্যান্ড গ্রেনেড? সমস্থ বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা ।