ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News) তিনটি গরু সহ এক বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ। জানা যায় গতকাল গভীর রাতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ধনিয়া মোড় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভোররাতে ভারত থেকে বাংলাদেশে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করে বিএসএফ।
এরপরে গুরুতর আহত বাংলাদেশী যুবককে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপরই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পর ফাঁসিদেওয়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের আধিকারিকরা । অসুস্থ থাকায় তাকে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। সুস্থ হওয়ার পরেই তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা যায়। ধৃত বাংলাদেশি নাম হায়দার আলী বয়স ২৫ বছর। পঞ্চগড় তেতুলিয়ার সিপাহী পাড়ার বাসিন্দা। তবে এই পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে। এবং কাদের সাথে সে ভারতে প্রবেশ করেছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। (EVM News)