সকাল সকাল পিকনিক মাটি। পিকনিকের জোগাড়যন্ত্রে কোনো খামতি ছিলোনা। কিন্তু বাধ সাধলো গজরাজ। “আমিও চড়ুইভাতি করবো !” এমনটাই যেন বলে হাজির হলো বিশালদেহী গজরাজ মহাশয়। ঘটনাটি ঘটে শিলিগুড়ির ব্যাঙডুবির সেন্ট্রাল বস্তি এলাকায়। আর তাকে দেখা মাত্রই পড়ি কি মরি করে ছুটে পালালেন চড়ুইভাতি করতে আসা মানুষজন। লোকজনদের চিৎকার ,চেচাঁমেচি শুনে একটু বেলা বাড়তেই হাজির হন বিরক্ত গজরাজ । সবজি ,চাল ,মাংস ফেলে দে ছুট পিকনিকে আসা লোকজন। ঘটনার পর বাগডোগরা রেঞ্জের বনকর্মী জানিয়েছেন ,’এই এলাকায় হাতির আনাগোনা নতুন কিছু নয়।’ রবিবার ঘটনাটি ঘটায় ওই অঞ্চলে পিকনিক স্থগিত রাখতে ঘোষণা করে বন দফতর । এছাড়াও তারস্বরে সাউন্ড বক্স বাজানোরও অভিযোগ ওঠে। পরবর্তীকালে এইরকম ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর