ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুনঃ ( Latest News) মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন। গঙ্গাজলঘাটির নিত্যান্দপুর অঞ্চলের চৈতন্যপুর গ্রামের শতাধিক কর্মী আজ ঘাসফুল ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই এই বড়সড় ভাঙন শাসকদলে ৷ দলের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রবিবার নিত্যান্দপুর অঞ্চলের চৈতন্যপুর গ্রামের ২৪০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহার উপস্থিতিতে তারা বিজেপির পতাকা হাতে তুলে নেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্ধারণ এবং বিভিন্ন দুর্নীতির বিষয়ে সরব হন দলত্যাগীরা।
পঞ্চায়েতের ভোটের একেবারে মুখে এই দল পরিবর্তন ভোটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ( EVM News)