ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ তিনি রাজনৈতিক পরিচয়ে তিনি একজন পঞ্চায়েত প্রধান। এলাকার প্রশাসনিক পদাধিকারী। সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা তাঁর অন্যতম দায়িত্ব। তবে পেশায় তিনি আর পাঁচজন কৃষিজীবীর মতোই। জমিজমার পরিমাণ নেহাত মন্দ নয়। রয়েছে একটি মিনি ডিপটিউবওয়েলও। সেই যন্ত্রটি দিয়েই নিজের জমিতে জল সেচ করেন ওই পঞ্চায়েত প্রধান। এপর্যন্ত ঠিকই ছিল। কিন্তু গোল বাধলো বিদ্যুৎদফতরের কর্মীদের হানায়। দেখা গেল জমির পাশের বিদ্যুতের খুঁটি থেকে বেআইনিভাবে সংযোগ করে ওই ডিপটিউবয়েল দিয়ে নিজের জমিতে জল সেচ করছেন, পঞ্চায়েতপ্রধান যোগেন্দ্রনাথ দোলাই। বেআইনি এই কাজ ফাঁস হয়ে যাওয়ায়, অভিযুক্ত ওই পঞ্চায়েতপ্রধানের বিরুদ্ধে থানায় এফআইআর করল বিদ্যুৎ দফতর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১ নম্বর মকরামপুর গ্রামপঞ্চায়েতের এই ঘটনায়, যথারীতি শুরু হয়েছে রাজনীতির তরজা। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন, মকরামপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্রনাথ দোলাই। তাঁর পাল্টা দাবি গ্রামপঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায়, তিনি তাঁর মিনি ডিবটিইবয়েলটি দীর্ঘদিন ধরে অন্য একজনকে চুক্তিতে ব্যবহার করতে দিয়েছিলেন।

সবমিলিয়ে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে, দীর্ঘদিন ধরে যিনি নিজেই, বেআইনি বিদ্যুৎ সংযোগের মতো দুর্নীতি করে চলেছেন, তিনি কী করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষকে নীতি আদর্শের কথা বলে ভোট চাইবেন, এখন তা নিয়েই গ্রাম তথা জেলাজুড়ে শুরু হয়েছে, বিরোধীদের টিকাটিপ্পনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর