ইভিএম নিউজ ব্যুরো, ৪ মার্চঃ বসন্তে রঙ লাগার আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সারা দেশ মেতে উঠবে এই রঙের উৎসবে। বিভিন্ন রঙ্গে রাঙ্গিয়ে দেয় লোকজন একে অপরকে এই দিনটিতে।কোথাও শুধু আবির আবার কোথাও শুধু ফুলের দিয়ে পালন করা হয় এই দোল। এইসকল পরিচিত ছবি ফুটে উঠে এই দিনটিতে।তবে বারানসীর এই দোল উজ্জাপনের ধরন অনেকটাই ভিন্ন।উৎসবটি সাধারণত রঙ্গবতী একাদশী থেকেই শুরু হয়ে যায় সেখানে। এবং তার পরের দিন পালিত হয় ‘চিতাভস্ম হোলি’।

জেনে নেওয়া যাক ‘চিতাভস্ম হোলি’ আসলে কি?

বারানসীতে ‘চিতাভস্ম হোলি’ হল বহু প্রাচীন একটি প্রথা।মহাশ্মশান ঘাটে চিতাভস্ম মেখে উৎসবে মেতে ওঠেন বারানসীবাসীরা।বারানসীর মণিকর্ণিকার ঘাটে পালিত হয় এই উৎতসবার সেখানে উপস্থিত হওয়া লোকজন একে ওপরকে আবিরের পরিবর্তে মাখায় শ্মশানের ছাই-ভস্ম।কথিত রয়েছে সেখানে রঙ্গবতী একাদশীর দিনে বারানসীর মণিকর্ণিকা ঘাটে ছাইভস্ম মেখে দোল খেলতে আসতেন স্বয়ং দেবাদিদেব শিব থাকুর।সেখানকার মানুষের বিশ্বাস শিব ঠাকুরের সঙ্গে আরও অনন্যা দেবতারাও আসেন হোলি খেলতে। সেই কারণেই এই দিনটিতে বারানসীর ওই মণিকর্ণিকা ঘাটে চিতাভস্ম মেখে হোলি উজ্জাপন করেন সেখানকার মানুষেরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর