ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: কেন কালো মুখেই পূজিত হন মা দুর্গা?
প্রায় ৩৫০বছর ধরে হয়ে আসছে দেবী দুর্গার পুজো হয়ে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে। এখানে মা কালো মুখেই পূজিত হন। চীনের হয়ে কাজ করছে ভারতীয়রা! এই দক্ষিন পুজো ২৪ পরগনা জেলার অন্যতম বনেদি বাড়ির পুজো। তবে অন্যান্য বনেদি বাড়ির পুজো থেকে কিছুটা আলাদা এই ভট্টাচার্য বাড়ির পুজো। এখানে দেবী পূজিত হন কালো পোড়া মুখ নিয়ে। এমনকি মায়ের শরীরও ঝলসানো তামাটে বর্ণের। আর এই বিশেষত্বের জন্যই অন্যতম বনেদি বাড়ির পুজোর থেকে আলাদা ভট্টাচার্য বাড়ি। এছাড়াও এখানে মায়ের ডান দিকের বদলে বা দিকে থাকে গনেশ। তবে কেনও প্রায় ৩৫০বছর ধরে এই ভাবেই পুজো হয়ে আসছে মায়ের? এই বিষয়ে পরিবারের সদস্য জানান, এই পুজো ৪৩৮ বছর ধরে চলে আসছে। বাংলাদেশের রাজধানী ঢাকার বিক্রমপুরে এই পুজো প্রথম শুরু হয়। মা মনসার পূজা মণ্ডপের পাশেই ছিল দেবী দুর্গার পূজা মণ্ডপ। শোনা যায়, পুজো শুরু হওয়ার প্রায় দেড়শো বছর পর খটে অঘটন। মনসার পুজো সেরে দেবী দুর্গার পুজো করার সময় প্রদীপের সোলতে ঠোঁটে নিয়ে উড়ে যায় কাক। এরপর জ্বলন্ত সোলতে নিয়ে মণ্ডপের চালে বসলে দেবী দুর্গা-সহ পুড়ে যায় পুজো মণ্ডপ। এরপর থেকেই পোড়া মুখে ও পোড়া বাদামী শরীরেই পূজিত হন দেবী দুর্গা। ইভিএম নিউজ