ইভিএম নিউজ ব্যুরো,১৯ জুনঃ(Latest News) ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা এবং তারই মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের শাসক দলের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে ঘরওয়াপসি করলেন এক কংগ্রেস কর্মী যার ফলে নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে ভাঙ্গন ধরল কুশমন্ডিতে। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের ১নাম্বার আকচা গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর সংসদের বটেশ্বর গ্রামের তৃনমূল কংগ্রেসের পক্ষে পঞ্চায়তে নির্বচনকে কেন্দ্র করে যোগদান সভার আয়োজন করা হয়।
এই যোগদান সভায় কংগেস ছেড়ে তৃনমূলে কংগেসে যোগদান করল হাসনুজামান সহ ১৫০ কর্মী ও সমর্থক। উপস্থিত ছিলেন এই পঞ্চায়েতর তৃনমূলের প্রার্থী নুরবানু খাতুন এছাড়া মোহসেন আলি,আবুল কালাম আজাদ, তৈইফুর রহমান, হবিবুর রহমান, জাকির হুসেন, সানুলা হক, সন্তোষ সরকার, শুকুরু রায়, সামসুল হক,দল গোবিন্দ সরকার। এই যোগদান সভায় হাসনুজামানের সঙ্গে কংগেস ছেড়ে তৃনমুলের পতাকা ধরলেন জাহাঙ্গীর আলম, আবদুল রজ্জাক, মহম্মদ রফিক, সিরাজুল ইসলাম, লুতফর রহমান সহ অনান্যরা।(EVM News)