অমিত কৃষ্ণ পালঃ কুন্তলকে নির্যাতনের ঘটনা কি সত্যি? কুন্তলকে কি সত্যিই নির্যাতন করেছিলেন ইডি, সিবিআইয়ের আধিকারিকরা? এ নিয়ে আদালতের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিবিআইয়ের জয়েন্ট ডিটেক্টর এবং জয়েন্ট কমিশনার অফ ক্রাইম লালবাজারকে দ্রুত রিপোর্ট জমা দিতে বললেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক।
সোমবার বিচারক কুন্তলকে তাঁর নিজের চেম্বারে ডেকে এ বিষয়ে বিশদে জানতে চান। এবছরেরই মার্চ মাসে শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর কুন্তল অভিযোগ করেছিলেন, যে তার বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি তার ওপর শারীরিক নির্যাতন করেছে। জেলে থাকাকালীন অবস্থায় নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে। কুন্তলের এই অভিযোগের তির ছিল মূলত ইডির দুই আধিকারিক এবং সিবিআইয়ের এক ডিআইজি পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে।
অতীতে সুপ্রিম কোর্টও জানিয়েছিল, যে কুন্তল তার নিজের সমস্ত অভিযোগ জেলা জজে’র কাছে জানাতে পারবেন।এরপরই সোমবার বিচারক স্পষ্ট জানিয়ে দেন, কুন্তলের অভিযোগ নিয়ে ম্যাজিস্ট্রেট সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং জয়েন্ট কমিশনার অপরাধ লালবাজারকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে । পাশাপাশি বিচারকের মন্তব্য, এ বিষয়ে কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষ এবং তার আত্মীয়-স্বজনকেও জিজ্ঞাসা করতে পারবেন তদন্তকারী অফিসারেরা। ইভিএম নিউজ