ইভিএম নিউজ ব্যুরো, ১৬ মেঃ কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ! সোমবার বিকেলে প্রাকৃতিক খামখেয়ালিমনার শিকার হল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলো। কেউ বাড়িতে বসে উপভোগ করলেন বৃষ্টিকে, আবার কাউকে পড়তে হল চরম ভোগান্তিতে। উপড়েছে বহু গাছ, ভেঙ্গেছে বাতিস্তম্ভ। আর ৩ মিনিটের এই প্রাকৃতিক ঝোড়ো ব্যাটিং- প্রাণ কেড়ে নিয়েছে ন’- ন’টি প্রাণ। কলকাতার ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। কলকাতা সহ হাওড়া, হুগলী, দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া, নদিয়া সহ বেশ একাধিক জায়গায় হয়েছে ঝড় ও বৃষ্টি। পাশাপাশি বজ্রপাত সহ ঝোড়ো হওয়ার দাপটের সাক্ষী থেকেছেন গোটা রাজ্যবাসী। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। দমদম আন্তর্জাতিক বিমাবন্দরে উড়ান পরিষেবাও ব্যাহত হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে ওড়িশা পর্যন্ত শক্তিশালী জলীয় বাষ্প সৃষ্টি হওয়ার ফলে মোকার প্রবেশ পশ্চিমবঙ্গে বাধাপ্রাপ্ত হয়। সোমবারের মতোই দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। চলবে ঝোড়ো হাওয়া। আর যার জেরেই কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর