ইভিএম নিউজ ব্যুরো, ১২ মেঃ প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধু কল্যাণী কাজী ইসলাম।আজ, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কল্যাণী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বহুদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সদ্য নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। শুরুতে দেশপ্রিয় পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কার হয়েছিল তাঁকে, পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর।
অবশেষে আজ ভোরে থেমে গেল হৃদস্পন্দন। সূত্রের খবর, মেয়ে অনিন্দিতা কাজী নিউ জার্সি থেকে এসে পৌঁছবেন শনিবার। তারপরেই শেষকৃত্যের আয়োজন করা হবে সংগীতশিল্পীর। তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা শিল্পীমহল।(EVM News) “দুই পৃথিবী”…দারিদ্রের হাতিয়ার সৃজনশীলতা, যা হার মানাতে পারে অর্থ শক্তিকে, ফিরে দেখা সত্যজিৎ