ইভিএম নিউজ ব্যুরো, ৩০ জুনঃ(Latest News) তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বিগত কয়েক দিনের বৃষ্টি। চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলেছে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ শুক্রবারও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি। আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমান ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন পরিমান ৮৭ শতাংশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হতে পারে ভারী বর্ষণ।পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণের বেশকিছু জেলায়। যদিও আজ বৃষ্টি কিছুটা কমবে বৃষ্টি বলেই পূর্বাভাস।(EVM News)