ইভিএম নিউজ ব্যুরো, ৩০ জুলাইঃ (Latest News) র্পালারে পাক গুপ্তচর ? তরুণীকে ঘিরে রহস্য কলকাতায়। হঠাৎই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর এসে পৌঁছয়, পাকিস্তানি নাগরিকত্ব ধারণকারী তরুণী মধ্য কলকাতার একটি পার্লারে পার্লারকর্মী হিসেবে কাজ করছেন। আর এই খবর পেতেই নড়েচড়ে বসে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শুরু হয় অনুসন্ধান পর্ব।

গোয়েন্দা সূত্রে খবর, অভিবাসন দপ্তরের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, এই পাক তরুণী বছর কয়েক আগে কলকাতার এক তরুণ ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কখনোই পাকাপাকিভাবে শ্বশুরবাড়িতে বসবাস করেননি। মাঝে মাঝেই তিনি দেশ ছেড়ে পাকিস্তানে যান আবার ফিরেও আসেন। অভিবাসন দপ্তর সূত্রে খবর, ২০২১ সালের ডিসেম্বর মাসেই তিনি শেষবার এ দেশে আসেন এবং ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত তার ভিসার মেয়াদ রয়েছে।

তবে এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের সঙ্গে অভিবাসন দপ্তরের সমন্বয় নিয়ে। নিয়ম অনুযায়ী কোন পাকিস্তানি নাগরিক কলকাতায় প্রবেশ করলে অভিবাসন দপ্তর মারফত সেই খবর এসে পৌঁছায় লালবাজারে গোয়েন্দাদের কাছে। প্রশ্ন উঠছে, তবে এক্ষেত্রে গোয়েন্দারা তা জানতে পারল না কেন? তবে কি অভিবাসন দপ্তরের সঙ্গে লালবাজারের গোয়েন্দাদের সমন্বয়ের অভাব রয়েছে? নাকি লালবাজারের গোয়েন্দেরদেরই গাফিলতি? (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর