ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) অক্সিজেন থেরাপি সেন্টার অর্থাৎ HBOT– র উদ্বোধন হল শনিবার। ঠিকানা ৪ সি গোপাল ব্যানার্জি রোড, কলকাতা-২৫। হরিশ মুখার্জি রোডে হরিশ পার্কের প্রান্তে অবস্থিত এই অক্সিজেন থেরাপি সেন্টার শহরের নাগরিকদের পাশাপাশি সমগ্র পূর্ব ভারতের নাগরিকরা উপকৃত হবেন এই অক্সিজেন থেরাপি সেন্টার এর মাধ্যমে।

এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রখ্যাত ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার পূজা কারনানি আগরওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচবিওটি বিশেষজ্ঞ এবং প্রো ওয়েল-এর পরিচালক ড: মনোজ গুপ্ত।
এইচবিওটি থেরাপি দ্রুত রোগ নিরাময় করতে সাহায্য করে।

যে কোনো ধরনের ক্ষত দ্রুত নিরাময় করতেও সাহায্য করে। দেহে শক্তির মাত্রা এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে।

এছাড়াও থেরাপি ব্যাপকভাবে ব্যবহার করা হয় চর্মরোগে। এই থেরাপিতে ব্যক্তিকে বিশুদ্ধ অক্সিজেনে শ্বাস নেওয়ার জন্য একটি বিশেষ HBOT চেম্বারে রাখা হয় যেখানে অক্সিজেনের চাপ গড় বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে 1.5 থেকে 3 গুণ বেশি। এটা রক্তের অক্সিজেনের মাত্রা বাড়ায় যা টিস্যুগুলোকে অনেক দ্রুত মেরামত করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কেন্দ্রটি সারাদিন খোলা থাকবে এবং সেখানে পরামর্শ দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর