ইভিএম নিউজ ব্যুরো,১০ ফ্রেব্রুয়ারিঃ কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবজ্ঞানমের  নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি শিবজ্ঞানমকে আগামী  ৩১মার্চ থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়। কারণ  আগামী ৩০ মার্চ অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম ২০২১-এর অক্টোবরে বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বৃহস্পতিবার বিচারপতি টি এস শিবজ্ঞানমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে।

জন্মসূত্রে তামিলনাডুর মানুষ। আইনজীবী হিসাবে পেশাগত জীবন শুরু করেন ১৯৮৬ সালে। এর ২৩ বছর পরে অর্থাৎ ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হন । এর দুবছর পর হন স্থায়ী বিচারপতি।

১২ বছর  মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হিসাবে কাজ করার পর তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হন।  কলকাতা হাইকোর্টে দ্বিতীয় প্রবীন বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন ২০২১ সালের   অক্টোবর মাসে ।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর