“বাজলো তোমার আলোর বেনু” বাঙালির সর্বকালের প্রিয় উৎসব হল দুর্গাপুজা। বিশ্বব্যাপী হাজার হাজার   বাঙালির এই মহা উৎসবের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে হিন্দু বাসিরা।

ইতিমধ্যে শোনা গেল ২০২২ এ কলকাতা দুর্গাপূজার   ইউনেস্কো হেরিটেজ তকমা স্বীকৃতির জন্যই কলকাতা বিমানবন্দরে বিরাজ হতে চলেছেন দেবী দুর্গার সিলিকনের মূর্তি। বিমানবন্দরে স্বাগত জানাবে সন্তান কোলে মমতাময়ী মা দুর্গা।

গত বছর শারদ উৎসবে বরানগরে দাদা ভাই সংঘ ক্লাবের দুর্গা  মূর্তিটি পূজা হয়ে ছিল। বেশ চর্চার মধ্যে ছিল এই মূর্তির। এই মূর্তির রূপদান করেছিলেন যিনি,তিনি হুগলীর কোন্নগরের বাসিন্দা। তারই ১৫ বছরের কারিগর জীবনে এ এক অনন্য সাফল্য।

নেতাজি সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার স্থপিত করা হয়েছে দেবীর এই মূর্তি। প্রতিদিনই যাতায়াত করেন হাজার হাজার দেশ বিদেশি যাত্রী, তাদেরই এটা বাড়তি পাওনা হল  দুর্গতিনাশিনীর দর্শন। এবার থেকে সারা বছরই শারদীয় ছোঁয়া মিলবে বিমানবন্দরে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর