ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃ এবার হকারদের জন্য ধার্য করা হল ৫০০ টাকা। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে টাউন ভেন্ডিং কমিটি প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পুরসভাকে। বর্জ্য পদার্থ পরিষ্কার সহ অন্যান্য পরিষেবার জন্য হকারদের কাছ থেকে বার্ষিক ২০০০ টাকা ফি নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee)।

জানা গিয়েছে, স্বীকৃত হকারদের শংসাপত্রের পাশাপাশি পরিচয়পত্রও দেওয়া হবে। পুরসভা তরফে হকারদের দেওয়া সার্টিফিকেটের মেয়াদও নির্দিষ্ট থাকবে। কলকাতা পুরসভা (KMC) যদি টাউন ভেন্ডিং কমিটির প্রস্তাব গ্রহণ করে, তহলে হকারদের পুরসভা ও সরকারকে দেওয়া ফি- বিষয়টিও সরকারিভাবে স্বীকৃতি পাবে। এবং ফি দেওয়ার বিনিময়ে হকারদের রশিদও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রীয় আইন পাশ হয়েছিল। আর সেই আইন অনুযায়ী, বিভিন্ন শহরের টাউন ভেন্ডিং কমিটিগুলিকে হকারদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমানে শহরের হকারদের পুরসভা বা সরকারকে কোনও ফি দিতে হয় না। তবে হকারদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও পুলিশের একাংশ তাদের থেকে বেআইনিভাবে টাকা আদায় করে।

এই প্রসঙ্গে, হকার সংগঠনের এক নেতা তথা টাউন কমিটির সদস্য বলেন, শংসাপত্র প্রত্যেকবার পুননর্বীকরণের জন্য পুরসভাকে ৫০০ টাকা করে দিতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, হকারদের শংসাপত্র প্রদান করা হলে একদিকে তা যেমন তাঁদের স্বীকৃতি দেবে, ঠিক তেমনভাবেই নিয়ম মানতে তারা বাধ্য থাকবে। আর যদি কেউ কোনও প্রকার আইন ভাঙ্গেন, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে পুরসভার পক্ষ থেকে – এমনটাই জানা গিয়েছে। দরকার হলে তার স্বীকৃতি বাতিল পর্যন্ত করা হবে।পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমার জানান, সমস্ত হকাররা স্বীকৃতি পেলে তারা খুবই উপকৃত হবেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর