ঘাটাল মাস্টার প্ল্যান

ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা আলোচনা এবং আশার কথা। ভোটের সময় কিংবা বন্যা এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা যায়, কিন্তু ভোট শেষ হলেই আবার সব চুপ। তবে এবার এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, সেই বিষয়ে পরিষ্কার তথ্য দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি জানিয়েছেন, আগামী ২০২৮ সালের মার্চের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পন্ন হবে।

দিঘার হোটেলে খাবারের মান নিয়ে বড় সতর্কতা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। পর্যটকদের স্বাস্থ্য ঝুঁকিতে?

বিশাল এলাকা উপকৃত হবে

মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটির প্রথম বৈঠক হয় ঘাটালের মহকুমা শাসকের দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব, রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া এবং জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেই বৈঠকের পর, মানস ভুঁইয়া জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির জন্য অনুরোধ জানানো হবে।ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্পটি এতদিন রাজনৈতিক অঙ্গনে নানা টানাপোড়েনের শিকার হয়েছিল। তবে এবার প্রকল্প বাস্তবায়িত হলে ঘাটালের বাসিন্দারা প্রতি বছর যে ভয়াবহ বন্যার শিকার হন, তা থেকে রক্ষা পাবেন। এই প্রকল্প শুধু পশ্চিম মেদিনীপুরের নয়, পূর্ব মেদিনীপুরের দুটি ব্লকসহ মোট সাতটি ব্লক এবং দুটি পুর এলাকা জুড়ে বিস্তৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক বিশাল এলাকা উপকৃত হবে।

পুরুলিয়ায় বাঘের আতঙ্ক শেষ!

সাংসদ দেব বলেছেন, “এই প্রকল্পের কাজ শেষ করতে আমাদের সহযোগিতা প্রয়োজন। তবে আমি বলছি না যে, কোন রাজনৈতিক দলকে বোঝাতে হবে। আমার আবেদন, যেন কোনও দল মানুষের মধ্যে ভুল বার্তা না দেয়, যাতে প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত না হয়।”এদিকে, গত বছরের মে মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোট প্রচারের সময় বলেছিলেন, “আমি কথা দিলে ১০০ শতাংশ কথা রাখি। দেবকে বলেছি, আমার ২-৩ বছর সময় লাগবে, কারণ এটি একটি হাজার কোটি টাকার প্রকল্প।”এর আগে দেবও বলেছিলেন, “যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয়, তবে ২০২৬ সালের নির্বাচনে প্রচারে আমি যাব না।” তবে, পরিস্থিতি ঠিক থাকলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর