ইভিএম নিউজ ব্যুরোঃ কলকাতার দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের সুখবর দিল পরিবহণ দফতর। নতুন বছরের শুরুতেই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করার জন্য বাংলার পরিবহণ দফতর নিয়ে এলো কলকাতা পাস। এই পাসের নাম ‘ডিসকভার কলকাতা’। এই সিটি পাস দিয়ে একজন পর্যটক সাতদিনের মধ্যে ২৫টি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে পারবে।
কিউ আর কোড ভিত্তিক অনলাইন যে অর্থ প্রদানের যে ব্যবস্থা ছিল কাউন্টার থেকে টিকিট কেনার জন্য তাতে পর্যটকদের ভোগান্তি হত। কারণ, টিকিট কাউন্টারের সামনেই দিনের অনেকটা সময় ব্যয় হত। তাই পরিবহণ দফতরের এই উদ্যোগ পর্যটকদের আকর্ষণের এক অনন্য দিক। তবে, সরকারের কলকাতা সফরের এই নয়া প্রকল্প নিয়ে পর্যটকরা অসন্তোষ প্রকাশও করেছেন। তাঁরা সংবাদ সংস্থার কাছে দাবি করেছেন, তারা এই পাস সম্পর্কে অবগত নন। এই কারণেই সমস্ত পর্যটকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আবেদন পশ্চিমবঙ্গের সমস্ত নয়া প্রকল্পের জন্য একটা ই-মেসেজের ব্যবস্থা করা হোক, যাতে সঠিক তথ্য সময়মত তাঁদের কাছে পোঁছে যেতে পারে।
রাজ্যের পর্যটন বিভাগের প্রধান আধিকারিক বলেন, আমরা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের জন্য বিভিন্ন বিভাগের সম্মিলিত প্রয়াসে ২৫ টি দ্রষ্টব্য স্থান কম্বাইন্ড ই-পাসের মাধ্যমে দেখা যাবে। যেটার নাম ‘ডিসকভার কলকাতা’। পর্যটন বিভাগের ওয়েবসাইট www.wbtourism.gov.in থেকে পাওয়া যাবে ই-পাস।
এই সিটি পাসের মাধ্যমে এখনও পর্যন্ত ভিক্টোরিয়া মেমরিয়াল,জাদুঘর, নেতাজি ভবন, নিক্কোপার্ক সহ ২০টিরও বেশি দর্শনীয় স্থান দেখা সম্ভব।