ইভিএম নিউজ ব্যুরোঃ আন্তর্জাতিক ক্রিকেটে চিরবিদায় নিলেন অস্ট্রেলিয়ার বাঘ অ্যারন ফিঞ্চ।গতবছরই ওয়ান ডে থেকে অবসর নেন তিনি।এইবারে আন্তর্জাতিক টি-২০ থেকে চিরবিদাই নিলেন অস্ট্রেলিয়ার সফল ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।তবে দেশের হয়ে মাঠে না নামলেও বিগ ব্যাশ লিগ খেলবেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ, অ্যারন ফিঞ্চ মোট ১৪৬ টি ওয়ান ডে ম্যাচ,১৭ টি শতরান ও ৩০ টি অর্ধশত রান সহ ৫৪০ রান করেছেন।এখনও পর্যন্ত মোট ১০৩ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ,২ টি শতরান ও ১৯ টি অর্ধশত রান মিলিয়ে মোট ৩১২০ টি রান করেন অ্যারন ফিঞ্চ। এখনও পর্যন্ত ওয়ান ডেতে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ওয়ান ডেতে অস্ট্রেলিয়াকে ৫৫টি ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ এবং ৩১টি ম্যাচে জয় তুলে নেয় ফিঞ্চ। অন্যদিকে, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত টি-২০তে অস্ট্রেলিয়াকে মোট ৭৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ।