ইডেনে বাংলা ওডিশা রঞ্জি ম্যাচকে ঘিরে পিচে অতিরিক্ত জল দেওয়ার বিতর্ক ছিল প্রথম দিনেই। বোর্ড নিযুক্ত সার্ভিসেসের কিউরেটরের ভুলে পিচ ভিজে ছিল দীর্ঘক্ষণ। ফলে প্রথমদিনের খেলা সীমিত থাকে ৩৫ ওভারে। বুধবার দ্বিতীয়দিনে ওড়িশা ২৬৫ রানে অলআউট হয়ে যায়। প্রীতম চক্রবর্তী ও ঈশান পোড়েল তিনটি করে উইকেট দখল করেন। এছাড়া আকাশ ঘটক দুটি শিকার তুলে নেন। বাংলা ইনিংস শুরু করেই বিপর্যয়ের মধ্যে পড়েছে। ৩০ রানে ২ উইকেট পড়ে যায় বাংলার। আউট হয়েছেন করণলাল ৮ রানে এবং সুদীপ ঘরামী ৯ রানে বোল্ড হয়ে ফেরেন। দিনের শেষ পর্যন্ত বাংলার সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ৩৯ রান। ব্যাট করছেন অভিমন্যু ঈশ্বরণ ও প্রীতম চক্রবর্তী। এই ম্যাচ ঘিরে বাংলা শিবিরে একটাই আকর্ষণ গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলা কার মুখোমুখি হয়। কারণ বাংলা ইতিমধ্যেই কোয়াটার ফাইনালে পৌঁছে গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর