ইভিএম নিউজ ব্যুরো, ২১ জুনঃ ( Latest News) ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সি গায়ে প্রথম কোন ফুটবলার ২০০ টি ম্যাচ খেলে ফেললেন। পাশাপাশি এই ম্যাচে গোল করে নিজের দেশকে জিতিয়ে স্মরণীয় করে রাখলেন এই ঐতিহাসিক মুহূর্তকে। জানেন তিনি কে? অন্য কেও নন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র গোল করেন সি আর সেভেন। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় হওয়া এই গোল ছিল নাটকীয়তায় ভরপুর। গোল নিয়ে সংশয় প্রকাশ করেন খোদ রেফারি নিজেই। শেষমেস ভি এ আর প্রযুক্তির সাহায্য নিয়ে গোলটি বৈধ বলে ঘোষণা করেন তিনি।
রোনাল্ডোর আগে দেশের হয়ে সব থেকে বেশী ম্যাচ খেলার রেকর্ড ছিল কুয়েতের ফুটবলার বাদের আল-মুতাওয়ার(১৯৬)। ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, ” ব্যাক্তিগত ভাবে এটা আমার কাছে একটা অবিশ্বাস্য প্রাপ্তি। এবং অবশ্যই গোল করে দেশকে জেতানোর তৃপ্তির সঙ্গে কোন কিছুরই তুলনা করা যায় না। সবসময়ই এটা একটা বিশেষ কিছু আমার কাছে”।
ম্যচের ফলাফল নিয়ে রোনাল্ডো আরও বলেন, “এটা ঘটনা যে খুব ভালো আমরা খেলিনি। কিন্তু ফুটবলে তো এ রকম হতেই পারে। তার পরেও বলব একটা গোল তো করতে পেরেছি। দেশের হয়ে ২০০ টা ম্যাচ খেলা একটা দারুন অনুভূতি। তার ওপর সেই ম্যাচে গোল পেলাম”। (EVM News)