ব্যুরো নিউজ, ৩০ আগস্ট: এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার। আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ জন সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা। এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ আগামীকাল ঘরের মাঠ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ।

কিংস কাপ খেলতে ভারতীয় দল গঠন

দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও প্লেয়ারদের চোট আঘাতজনিত সমস্যার সত্ত্বেও শ্রীলঙ্কা ১৫ জনের দল গঠন করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার প্রধান শক্তি বোলিংয়েই চোটের কারণে বাদ পড়েছেন বেশ কিছু ক্রিকেটার। ফলে, কিছুটা ভোঁতা হয়েছে স্বর্ণলঙ্কার বোলিংয়ের ধার। চোটের কারণে ওয়ানিন্দু হাসরাঙ্গা-সহ বাদ পড়েছেন আরও তিনজন । পেসার দুশমন্ত চামেরা, লাহিরু মাদুশঙ্কা ও লাহিরু কুমারকেও বাদ দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কান লিগে খেলার সময়ে থাই মাসেলে স্ট্রেনের কারণে ছিটকে গিয়েছেন হাসরাঙ্গা। পেকটোরাল ইনজুরির কারণে চামেরা, অনুশীলন ম্যাচে চোটের কারণে মাদুশঙ্কা ও সাইড স্ট্রেনের কারণে কুমারা বাদ পড়ায় বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মদুশানকে নেওয়া হয়েছে দলে। কুশল পেরেরা লড়ছেন ফ্লুয়ের সঙ্গে। তাই হাজারো অনিশ্চয়তার মাঝে দল গড়েও ভালো ফলের আশা রাখছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে থাকছেন, দাশুন শানাকা (অধিনায়ক) , পথুম নিশানাকা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালংকা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাউক্রোমা, মহেশ থেকশানা, পাথেসানা ওয়ালেসানা, মহেশ থিকসানা, রাজিথা, দুশান হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোদ মদুশান। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর