ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ আমেরিকা, রাশিয়া, চিন , ইসরায়েল এবং ন্যাটো বাহিনীর মতোই অত্যাধুনিক এক  কমিউনিকেশন গ্যাজেট অর্থাৎ যোগাযোগের  জন্য একটি বিশেষ যন্ত্র ব্যবহার করবে ভারতীয় সেনা।  সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও গবেষণায় এই বিশেষ গ্যাজেটটি তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। এটি আসলে   প্রতিরক্ষা বাহনীর নিজস্ব নেটওয়ার্ক ও মেসেজিং মডিউল। নতুন এই ইনডিপেন্ডেন্ট নেটওয়ার্কটির নাম ‘সঞ্চার’।শুধু নেটওয়ার্কিং বা মেসেজিং-ই নয়, একই সঙ্গে রিয়েল টাইম ট্র্যাকিংও করা যাবে এই মডিউলের মাধ্যমে।  তার জন্য কোনও নেটওয়ার্ক বা ডেটারও প্রয়োজন হবে না,এইরকমই দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ  কাজটি হবে অফলাইনেই। এই  রিয়েল টাইম ট্র্যাকিং এবং মেসেজিং মডিউল ইতিমধ্যেই ব্যবহার করা শুরু হয়েছে। ভারতীয় সেনার  যে দল এই মুহূর্তে তুরস্কে ত্রান ও উদ্ধার কাজ চালাচ্ছেন,পরীক্ষামূলক ভাবে সেই  দলের সদস্যদের হাতে এই গ্যাজেট তুলে দেওয়া হয়েছে, এবং তার ফলাফল দেখে সেনা কর্তারা অত্যন্ত খুশি।

ক্যাপ্টেন করণ সিং এবং সুবেদার পিজি সাপ্রে-র  নেতৃত্বে সেনা  প্রযুক্তিবিদদের একটি দল এই গ্যাজেট তৈরি করেছেন। ডিভাইসটি ওজনেও বেশ হালকা, সহজে বহনযোগ্য। ফলে সেনাজওয়ানদের ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক। ৬ থেকে ৭ ঘণ্টার ব্যাটারি লাইফের পাশাপাশি 2 কিলোমিটার দূর পর্যন্ত কমিউনিকেশন রেঞ্জ দেবে এই মডিউলটি।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর