ইভিএম নিউজ, ১৬ মার্চঃ জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার-তার স্বাদই আলাদা।পর্যটকদের কাছে জঙ্গলের মধ্যে থেকে জঙ্গল দেখা এক আলাদা আকর্ষণ। কিন্তু সুন্দরবন বলুন বা উত্তরবঙ্গ, কোথাও সেভাবে জঙ্গলের মধ্যে রাত কাটানোর নিরাপদ ব্যবস্থা নেই। দু এক জায়গায় ওয়াচ টাওয়ার আছে বটে, কিন্তু সেখানে পর্যটকদের রাত কাটানোর ব্যবস্থা অপ্রতুল্য। তবে এবার সেই বাধা অতিক্রম করতে চাইছে বনদপ্তর। রাজ্যের বিভিন্ন জঙ্গলের মধ্যে থাকা ওয়াচ টাওয়ার গুলোতে রাত কাটানোর ব্যবস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গের জলদাপাড়া, বক্সা, গরুমারা সহ রাজ্যের দক্ষিনে সুন্দরবনে এবং পশ্চিমের লাল মাটি এলাকায় জঙ্গলে বেশ কিছু ওয়াচ টাওয়ার রয়েছে। সেখানে এখনও পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতেই থাকা যায়। কিন্তু রাতের বেলায় থাকতে হলে জল, বিদ্যুৎ, খাবার-দাবার এবং প্রাথমিক চিকিৎসার যে সুবন্দোবস্ত থাকা উচিত তা এতদিন ছিল না। এবার সেই ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই এই ব্যবস্থা প্রথম চালু হতে যাচ্ছে। এই জন্য ওয়াচ টাওয়ার গুলোর মেরামতের কাজ চলছে জোরকদমে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এক মাসের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে এপ্রিল মাস থেকেই ভ্রমণ পিপাষু জঙ্গলপ্রেমীরা জঙ্গলে থেকেই রাতের জঙ্গলের রূপ-রস উপভোগ করতে পারবেন।

তবে এক একটি ওয়াচ টাওয়ারে সর্বোচ্চ ৬ জন করে থাকতে পারবেন রাতে। একইসঙ্গে কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে। যেমন, পর্যটকরা খাবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ওয়াচ টাওয়ারে রান্না করা খাবার পরিবেশন করা হবে। এজন্য প্রতিটি টাওয়ারেই রাঁধুনি রাখবে বন দফতর। তবে, মাথাপিছু কত টাকা গুণতে হবে পর্যটকদের তা ঠিক হয়নি এখনও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর