ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে একের পর এক ছবি। মিলির টিজার- ট্রেলার সবাইয়ের মন কাড়লেও ছবি মুক্তির পর হতাশ করেছে দর্শককে। একের পর এক ছবি ফ্লপের পর এবার ভাগ্যের শিকে ছিঁড়ল শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের। বলিউডের গণ্ডি ছিঁড়ে এবার দক্ষিনী ছবিতে পা রাখতে চলেছে অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাই এবার জুনিয়ার এনটিআর  এর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুর। আরআরআর -এর   দুর্দান্ত সাফল্যের দুবছর পর বড় পর্দায় আসতে চলেছেন জুনিয়ার এনটিআর।

আগামী ২৩ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। জানা যাচ্ছে, সব ঠিক থাকলেই আগামী বছর এপ্রিলেই মুক্তি পাবে  রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘বাওয়াল’। ২০১৮ ‘ধারাক’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী কাপুর।  অভিনয়ের পাশাপাশি প্রাণোচ্ছল হাসিতে মন কেড়েছেন দর্শকদের।

আনুষ্ঠানিকভাবে এই ছবির কথা ঘোষণার পরই জুনিয়র এনটিআর-এর বিপরীতে নায়িকার নাম শুনে উৎসুক  সিনেপ্রেমী মানুষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর