ইভিএম নিউজ ব্যুরো, ১ জুলাইঃ (Latest News) আর শোনা যাবে না এফএম রেনবো (FM Rainbow)। পয়লা জুলাই থেকে আলাদা কোনও অস্তিত্ব থাকছে না আকাশবানীর এফএম রেনবো-র। এবার ১০৭ মেগাহার্টজে গীতাঞ্জলির অনুষ্ঠানের সঙ্গেই শোনা যাবে এফএম রেনবোর বাকি অনুষ্ঠান। প্রতি ঘণ্টার হেডলাইনও বন্ধ হচ্ছে জুলাইয়ের প্রথমদিন থেকেই। তবে ১০৭ মেগাহার্টজের নাম সরকারিভাবে পরিবর্তন হচ্ছে কিনা সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য এখনও মেলেনি।
ফলে মন খারাপ রেডিও-র একাধিক শ্রোতাদের। গতবছরই কিন্তু একাধিক বেসরকারি সূত্রে এফএম চ্যানেল বন্ধের খবর পাওয়া গিয়েছিল।পাশাপাশি বাংলার বুকে পথ চলা জনপ্রিয় বাংলা রেডিয়ো স্টেশনও বন্ধ হয়ে গিয়েছে। আর সেই একই পথে হেঁটেছে পাওয়ার এফএমরাও। আর শেষমেশ অস্তিত্ব মুছল সরকারি এফএম রেনবো-রও।(EVM News)