ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ চেয়েছিলেন এক। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন বোধহয় আরএকটু বেশি । তাই একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন পোল্যান্ডের এক জননী। বিরল ঘটনা অবশ্যই। তবে এইরকম টা একেবারে ঘটে না তা নয়। চিকিৎসকদের মতে এমন বিরল ঘটনা ৫২ লক্ষে একজনেরই ঘটে।

এই দম্পতির নাম ভিনস ক্লার্ক এবং ডোমিনিকা। ভিন্স ব্রিটিশ এবং ডোমিনিকা পোলিশ। রবিবার পোল্যান্ডের ক্র্যাকওয়্যার ইউনিভার্সিটি হাসপাতালে একসঙ্গে তিনটি কন্যা এবং দুটি পুত্র সন্তানের জন্ম দেন ডোমিনিকা। খুশিতে উদ্বেল হাসপাতালের চিকিৎসক থেকে নার্স সকলেই। আরও খুশির  খবর, হাসপাতাল সূত্রে  জানানো হয়েছে, যে সদ্য ভূমিষ্ঠ ৫ শিশুই  সুস্থ রয়েছে।

ভিনস ও ডোমিনিকা জানিয়েছেন, তাদের  সাতটি সন্তান রয়েছে। আরও এক সন্তান নেওয়ার সিদ্ধান্তনিয়ে ছিলেন তারা। কিন্তু কখনও  ভাবেননি একটা চাইতেই পাঁচটা মিলবে। মজা করে ডোমিনিকা বলেছেন, “ ভাগ্য এতটাই সুপ্রসন্ন যে মনে হচ্ছে এখন লটারি কাটলেও  হয়তো জিতে যাব।“

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর