সংকল্প দে, ৬ জুনঃ (Latest News) একাধিক স্বেচ্ছাসেবীর যৌথ উদ্যোগে শিলিগুড়িতে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়িতে পদযাত্রা করল শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা। পদযাত্রাটি মহাত্মাগান্ধী চক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড ধরে বাঘাযতীন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি স্মাইল তামাং বলেন, নিজেরা সচেতন না হলে একা প্রশাসনের তরফে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। আমরা ২০১৯ শাল থেকে “save earth save life” কর্ম সূচি চালিয়ে যাচ্ছি। এছারা সবাইকে প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে কাপড়ে ব্যাগ ব্যবহার করার বার্তা দিলেন তিনি।
নিজেরা সচেতন না হলে মাতৃভূমিকে বাচান যাবে না এমনটাই দাবি করেছেন সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
(EVM News)