জম্মুতে ফের জোড়া বিস্ফোরণ। প্রজাতন্ত্র দিবসের মুখেই ফের অশান্ত জম্মু ও কাশ্মীর । রাজৌরির পর এবার বিস্ফোরণের শিকার হল নারওয়াল। গুরুতর জখম ৬ জন জওয়ান। পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইডি বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। গত কয়েকমাস ধরেই এমন ঘটনা প্রায়শই ঘটে চলেছে উপত্যকায়। কিভাবে বিস্ফোরণ হল তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার পুঞ্চ এলাকায় প্রাক্তন বিধানসভার সদস্যের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল । বছরের শুরুতেই রাজৌরির একটি গ্রামে ৭ জনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। চলে যাওয়ার সময় আইডি রেখে গিয়েছিল। সেই আইডি ফেটে মৃত্যু হয়েছিল এক শিশুর। পরে সেনা অভিযান চালিয়ে ওই জঙ্গিদের খুঁজে বার করে সেনা তাদের হত্যা করেছিল। ফলে সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে আর যাতে এমন কোন ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সেনা।