ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুলাইঃ (Latest News) লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বেশকিছু জেলা।বহু এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত।সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।বৈঠকও করলেন উত্তরকন্যায়। তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পং দুই জেলার অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি না হলেও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতির সম্মুখীন হয়েছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বেশকিছু এলাকা।তবে এই ক্ষয়ক্ষতির কারণ হিসাবে পার্শ্ববর্তী দেশ ভুটানকে দায়ী করেন রাজ্যের সেচমন্ত্রী।
তবে রাজ্যের সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবসময় থাকবেন বলে জানান তিনি।
সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেচ মন্ত্রী।বৈঠকের আগে দার্জিলিং ও জলপাইগুড়ির জেলার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।পরবর্তীতে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে অন্যান্য জেলার বিষয়ে খোঁজ খবর নেন। (EVM News)