ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ (Latest News) টগবগ করে ফুটছে ইস্টবেঙ্গল দল। সহকারি কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়লো তারুণ্যে ভরপুর ইস্টবেঙ্গল। সঙ্গে নিতুদার ভোকাল টনিক।
প্রথম দিনের অনুশীলনেই দলকে চাঙ্গা করতে গ্রাউন জিরোতে হাজির ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুদা। দলের নতুনদের উজ্জীবিত করার জন্য ইতিহাসে মোরা ক্লাবের ঐতিহ্য সম্বন্ধে অবগত করার পাশাপাশি চলল মশকরাও।
চললো নিশু কুমারের হেয়ার স্টাইল নিয়ে হাসি ঠাট্টাও। অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে গোটা দলটার মধ্যে যেন একটা জয়ের খিদে রয়েছে।
দলের বেশিরভাগ খেলোয়াড় নতুন হলেও ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য কারোরই অজানা নয়। সেই ইতিহাসকে মাথায় রেখেই এবারের মরশুমে নিজেদের উজাড় করে দিয়ে ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া গোটা ইস্টবেঙ্গল দল।
অন্যদিকে প্রায় সাত বছর পরে দলে প্রত্যাবর্তন ঘটছে ইন্ডিয়ান সুপার স্টার হরমোন যৎ সিং খাবরার । দলের কাছে তা বাড়তি মোটিভেশন এত বটেই। এছাড়াও দলে রয়েছে সৌভিক, সোহেলদের মত অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার । তবে গোটা দলটার গড় বয়স অনেক কম হওয়ায় যে গতি অনুশীলনের লক্ষ্য করা গিয়েছে তাড়েশের মাঠের ঘোড়াকেও হার মানাতে পারে। সব মিলে প্রি সিজন ক্যাম্পে বেশ চনমনে এই নতুন লাল হলুদ ব্রিগেড।(EVM News)




















