এবারও হলো না ওড়িশা বধ

অরূপ পাল, ১০ এপ্রিলঃ ওড়িশা এফ সি(odisa Fc)কে হারানো অধরা হয়ে রইল ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal)। আই এস এল টুর্নামেন্টে দুই পর্বে এগিয়ে থেকেও জয় পায়নি ইস্টবেঙ্গল।‌এবার সুপার কাপে এগিয়ে থেকেও জয় অধরা থাকল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে এগিয়ে গেলেও ম্যাচ শেষ হওয়ার মিনিট আটেক আগে গোল হজম করে লাল হলুদ শিবির। প্রথমার্ধে প্রাধান্য ছিল ওড়িশার। তবু ম্যাচের আটত্রিশ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মোবাশির রহমান। দ্বিতীয়ার্ধে প্রাধান্য থাকলেও একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন লাল হলুদ ফুটবলাররা। জ্যাক জার্ভিস একাই নষ্ট করেন চারটি সহজ সুযোগ। ম্যাচ শেষ হ ওয়ার আগে ওড়িশা এফ সির হয়ে গোলটি শোধ করেন নন্দ কুমার। এক এক গোলে খেলা শেষ করে সুপার কাপের সেমিফাইনালে খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল ইস্টবেঙ্গলের। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর