রবিবার সকালে কুলটি থানার বোডোরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। ধারনা করা হচ্ছে ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। অবৈধ ভাবে খনি থেকে কয়লা তোলার জন্যই এই বিপত্তি ঘটে । ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও ঠিক কি কারনে এই ধস তা জানাতে নারাজ বিসিসিএলের কতৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। অন্য দিকে, গ্রামবাসীরাও নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না। তাঁদের শুধু অভিযোগ, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। সেই সময় আচমকা খনিতে ধস নামে। তাতে পড়ে চাপা পড়েন কয়েক জন।
এ নিয়ে লালন মেহরা নামে স্থানীয় বিজেপি কাউন্সিলরের অভিযোগ, এই অবৈধ কয়লা কারবার নিয়ে প্রশাসন এবং কোলিয়ারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। কিন্তু কোনও কাজ হয়নি। কাউন্সিলরের কথায়, ‘‘এখানে অবৈধ ভাবে কয়লা কারবার চলছে। কিন্তু কাউকে জানিয়েও কোনও কাজ হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে সিন্ডিকেটের মতো এই অবৈধ কাজ হয়।’’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর