ইভিএম নিউজ ব্যুরো, ২৯ এপ্রিলঃ  EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন…

ইস্যুঃ ১- স্থানীয় তৃণমূল নেতা গৌতম দাস ও বিপ্লব মিত্রের মধ্যে সংঘাত।

–  শিক্ষায় নিয়োগ দুর্নীতি , আবাসন, মিড ডে মিল, ১০০ দিনের কাজের মতো পরিষেবার ক্ষেত্রে  ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ।

  ৩– আদিবাসীরা মুখ ফিরিয়ে নিতে পারে তৃণমূল থেকে। কারন, তিন আদিবাসি মহিলা পুনরায় তৃণমূলে যোগদান করলে, তাদের  দণ্ডী কেটে প্রায়শ্চিত্ত করানো হয়। আর এতেই তৃণমূলের উপর ক্ষোভ তৈরি হয়েছে আদিবাসীদের।

আসন্ন ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য ফলাফল

মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা: ৬৫+

বিজেপি : (৪০-৪৫)
বাম-কংগ্রেস জোট : (১০-১২)
তৃণমূল : (৮-১০)

মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা: ২১

বিজেপি : (৯-১০)
বাম-কংগ্রেস জোট : (০-১)
তৃণমূল : (১০-১২)

জেলা পরিষদ- মোট আসন সংখ্যা: ১৮+

বিজেপি : (১২-১৪)
বাম-কংগ্রেস জোট : (০)
তৃণমূল : (৪-৫)

মোট ব্লক সংখ্যাঃ ৮

১) বালুরঘাটঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১

বিজেপি (৬-৭) টি, বাম- কংগ্রেস জোট (০-১) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে।

২) গঙ্গারামপুরঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১

বিজেপি (৭-৮) টি, বাম- কংগ্রেস জোট (০-১) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।

৩) তপনঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১

বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (২-৩) টি ও তৃণমূল টি (৪-৫) দখল করতে পারে।

৪) কুমারগঞ্জঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮

বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট টি (০-১) ও তৃণমূল (৫-৬) টি দখল করতে পারে।

৫)কুশমুন্ডিঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৮

বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (২-৩) টি ও তৃণমূল (০-১) টি দখল করতে পারে।

৬) হিলিঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৫

বিজেপি (৪-৫) টি, বাম- কংগ্রেস জোট (০-১) টি ও তৃণমূল (০-১) টি দখল করতে পারে।

৭) হরিরামপুরঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৬

বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস জোট (০-১) টি ও তৃণমূল টি (০) দখল করতে পারে।

৮) বংশীহাড়িঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৫

বিজেপি টি (৩-৪), বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (১-২) টি দখল করতে পারে।

(EVM News)

 

 

 

 

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর