ইভিএম নিউজ ব্যুরোঃ আর শুধুমাত্র অনলাইনে টাকা লেনদেন নয়। কিউআর কোন স্ক্যান করলেই এবার আপনার হাতে ঝুরঝুর করে ঝরে পড়বে, রাশিরাশি খুচরো পয়সা। এমনই এক অভিনব মেশিন আনার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসি কমিটি।

আপাতত ১২ টি শহরে এই যন্ত্র বসবে বলে জানিয়াছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বুধবার আরবিআই -এর কর্তা শক্তিকান্ত দাস বলেন, কয়েন ভেন্ডিং মেশিন চালু করার জন্য একটি পাইলট প্রকল্পও নেওয়া হয়েছে।
বিশেষ করে যে সমস্ত শহরে ব্যাঙ্কের শাখা কম সেইসব শহরেই এই ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলিতে ব্যাঙ্কনোটের পরিবর্তে ইউপিআই কোড স্ক্যান করে কয়েন বের করার সুবিধা থাকবে। এটিএম থেকে টাকা তুললে যেরকম গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা কাটা বা ডেবিট হয়, এই ক্ষেত্রেও সেটাই হবে বলে জানা যাচ্ছে।

আরবিআই সূত্রে খবর, এই কয়েন ভেন্ডিং মেশিনগুলি সহজেই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। রেলওয়ে স্টেশন, শপিং মল, বাজার-ইত্যাদি জনবহুল জায়গায় বসানো হবে এই ভেন্ডিং মেশিন। কিউআর কোড ভেন্ডিং মেশিন ব্যবহার করে বাজারে কয়েনের যোগান বৃদ্ধির জন্য ব্যাংকগুলিকে নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে আরবিআই সূত্রে ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর