ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুলাইঃ (Latest News) তাসের ঘরের মতো ভেঙে পড়লো আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন টিএমসিপি। “দুর্নীতির বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে”- এই মর্মে চিঠি লিখে একই ইউনিটের প্রায় ৯০% তৃণমূল যুবর পদাধিকারী তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে।
পঞ্চায়েত ভোট পর্ব শেষ হওয়ার পরেই বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই একপস্ত আলোচনাও সেড়ে ফেলেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও ।
কিন্তু নির্বাচনের ঠিক প্রাক্কালে টিএমসিপির ইউনিটে এত বড় ভাঙন, যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে।
ইউনিটের সদস্যদের অভিযোগ, ইউনিটের পর্যবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন তিনি ব্যাপক পরিমাণ দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। কিন্তু ছাত্র সংগঠনের ছাত্র নেতারা এই দুর্নীতির প্রতিবাদ করতে গেলে, সবাইকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও একাধিক ইস্যু যেমন, দীর্ঘদিন উপাচার্য না থাকা, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত অনুন্নয়ন ইত্যাদি ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্র-ছাত্রীদের কাছে ইউনিট নিয়ে ভুলবার্তা গিয়েছে। এরপরই ছাত্র সংগঠনের নব্বই শতাংশ পদাধিকারীরা পদত্যাগ করবার সিদ্ধান্ত নেয়। (EVM News)