নেতাজির জন্মজয়ন্তী পালন করল আরএসএস। আর অনুষ্ঠান কে ঘিরে ফের সরব হলেন নেতাজি কন্যা অনিতা বোস পাফ। বক্তব্য রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবৎ। কলকাতার শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। অনুষ্ঠানে মোহন ভগবৎ বলেন ,নেতাজির কাজের সঙ্গে সংঘের কাজের কোথাও একটা মিল রয়েছে।এর আগে সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে আরএসএস রচিত একটি গানও গাওয়া হয়। মোহন ভগবৎ বলেন ,যে কোন কাজই কঠিন। কিন্তু সেই কাজের কৌশলটা সবসময় একটা নির্দিষ্ট পথে থাকা উচিত। যা আরএসএস অনুসরণ করে থাকে। ন্যায়ের ঘটনাটি ভারতের উদ্দেশ্য। সেই পথ ধরেই ঐক্যের পথ দেখায় ভারত। তেমনই এক ভারত গড়ার লক্ষে এগিয়ে চলেছে আরএসএস ও তার সহযোগীরা।
হঠাৎই আরএসএসের পথ নেতাজির দেখানো পথের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল কী করে? তাও আবার এতো দিন পর ? আর এইসব নিয়েই ফের মুখ খুললেন নেতাজি কন্যা অনিতা বোস পাফ। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রপাঠ সংঘ প্রধানের এমন বক্তব্যকে খারিজ করেছেন। বলছেন তাঁর বাবার আদর্শের সঙ্গে আরএসএসের ভাবনার কোন মিল নেই। কারণ নেতাজি ছিলেন একজন বামপন্থী। আর আরএসএসের বিশ্বাস ডানপন্থায়। একেবারেই ঘোলাজলের মাছ ধরার রাজনৈতিক ফায়দা তুলতেই আরএসএসের এই পদক্ষেপ বলে মনে করেন নেতাজি কন্যা।