ইভিএম নিউজ ব্যুরো, ২৮ এপ্রিলঃ ধনী ব্যক্তিদের মধ্যে যার নাম সব থেকে আগে মনে পড়ে তিনি হলেন মুকেশ আম্বানি।তাঁকে চেনেননা এমন মানুষ প্রায় নেই বললেই চলে।এমনকি তাঁর স্ত্রী নিতা আম্বানি থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেরই কথা জানেন তারা। তবে জানেন কি তাঁর একজন ভীষণ কাছের মানুষের কথা?

তিনি হলেন মনোজ মোদি।যার নাম হয়তো অনেকেই প্রথমবার শুনছেন।তিনি হলেন আম্বানির খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। বহুবছর ধরে একে অপরকে চেনেন। মুম্বই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রযুক্তি বিভাগে ব্যাচমেট ছিলেন তারা। দু’জনেরই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি রয়েছে। মনোজ মোদী রিলায়েন্স গ্রুপে প্রবেশ করেন ১৯৮০ সালে। তিনি রিলায়েন্সে এমএম নামে বেশি পরিচিত। মনোজ মোদী রিলায়েন্সের এক অবিচ্ছেদ্য অংশ। করোনা মহামারীর সময় জিও আর ফেসবুকের মধ্যে ৪৩ হাজার কোটি চুক্তিপত্র স্বাক্ষর হয়। আর সেই চুক্তির মধ্যমণি ছিলেন এই মনোজ মোদী।
জানা গিয়েছে, আম্বানি তাঁর খাস বন্ধুকে ২২তলার একটি বাড়ি উপহার দিয়েছেন যার মূল্য নাকি ১৫০০ কোটি টাকা। মুম্বইতেই রয়েছে সেই বাড়ি। ২০০৭ সালে রিলায়েন্স গ্রুপের পরিচালক পদে বসেন তিনি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর