ইভিএম নিউজ ব্যুরো, ২ অগাস্ট: (Latest News) দক্ষিণ দিনাজপুরের এক গ্রাম থেকে স্বপ্নের উড়ান মার্কিন মুলুকে। নেহাতই ছাপোষা এক মধ্যবিত্ত পরিবারের সন্তান গবেষণা করতে পাড়ি দিচ্ছে আমেরিকায়।

নাম শিশির ভৌমিক। দক্ষিণ দিনাজপুর জেলার ঠ্যাংগাপাড়ার বাসিন্দা। সেখানেই জন্ম, সেখানেই বড় হয়ে ওঠা। পড়াশোনা স্থানীয় ঠ্যাংগাপাড়া হাইস্কুলে। বাবা সমিরন ভৌমিকের ধানের ব্যবসা।মা গৃহবধূ।

ছোট বেলা থেকে বই ছাড়া কিছুই বুঝতো না শিশির।মাধ্যমিক পাশ করার পড় তার স্বপ্ন ছিল গবেষনা করা, গবেষক হওয়া। মেধাবী ছাত্র। চরম কষ্টের মধ্যেও পড়াশোনায় ফাঁকি ছিল না কখনো। তার ফলও ফলেছে। মিলেছে আমেরিকায় পড়াশোনা ও গবেষণার সুযোগ। এবার ঠ্যাংগাপাড়ার শিশির পা রাখবেন আমেরিকার মাটিতে। আর ছেলের এই সাফল্যে আনন্দে উদ্বেল গোটা পরিবার। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর