১২ ই জানুয়ারী এক মহাজাগতিক ঘটনার প্রতক্ষদসশি হতে চলেছে পৃথিবীবাসী ।কারন ওই দিন একটি ধূমকেতু সূর্যকে আতক্রম করবে ।এবং সেই সময় পৃথিবীর খুব কাছ থেকে যাবে সেটি ।দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সেই ধূমকেতুকে দেখা তো যাবেই ,আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা যাবে ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে “C/2022E3”। ১২ ই জানুয়ারির পর ফের পয়লা  ফ্রেব্রুয়ারি দেখা যাবে ওই ধূমকেতুটিকেই । ৫o হাজার বছর পর  ধূমকেতুটিকে দেখা যাবে । ” C /2022 E3 ” বরফ এবং ধূলিকণা দিয়ে গঠিত।  এটির ব্যাস প্রায় এক কিলোমিটার। ধূমকেতুটির উৎপত্তি স্থল সৌরজগতের উর্ট ক্লাউড নামক জায়গায়। নাসার   বিজ্ঞানীরা জানিয়েছেন ,পৃথিবীকে অতিক্রম করেই  সেটি বেরিয়ে যাবে সৌরজগৎ থেকে। বর্তমানে ধূমকেতুটির গঠন বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা । ৩ বছর আগেই এই  ধূমকেতুটিকে প্রথম দেখতে  পাওয়া  গিয়েছিল । তবে তখন সেটি অনেক দূরে ছিল । শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে  সেটির দেখা  মিলেছিল ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর